আগামী ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় কুড়িগ্রামে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। পৌরসভা সংলগ্ন ঈদগাহ ময়দানে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্যদের মাঝে সহায়তা প্রদান করবেন বলে জেলা বিএনপি অফিস সূত্রে জানা গেছে।
এই উপলক্ষে রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভা সংলগ্ন সবুজ পাড়ার ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি ওমর ফারুক, সদস্য আব্দুল আজিজসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ১৫ জুলাইয়ের অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এবং শহীদ পরিবারের মাঝে সহায়তা কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও নির্ধারিত সময়ে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘রুহুল কবির রিজভী আমাদের কুড়িগ্রামের গর্বিত সন্তান। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা হিসেবে তিনি নিজ জেলা কুড়িগ্রামে আগমন করছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের বিষয়। তার এই সফর ঘিরে বিএনপির প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জুলাই গণ-আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত ও প্রস্তুত।’
বিডি প্রতিদিন/জামশেদ