বাংলাদেশে জলবায়ু অর্থায়ন, সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব তুলে ধরতে চালু হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) ওয়েব পোর্টাল। জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে এক উচ্চপর্যায়ের পরামর্শ সভার আয়োজন করা হয়। সভাটি সহায়তা করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মে জাবিন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের প্রতিনিধিরা।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মোসুমি পারভীন পোর্টালের কাঠামো ও কার্যকারিতা তুলে ধরেন।
সভায় মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়:
- বিডিসিপি পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ
- পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্পের ধারণা প্রণয়ন
- জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ
এই ওয়েব পোর্টালের মাধ্যমে অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার হবে এবং জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে দেশের অগ্রগতি আরও স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হবে বলে সভায় জানানো হয়।
বিডি প্রতিদিন/আশিক