সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিক এবং বগুড়ায় ভটভটি চালক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জুবায়ের শেখ (১৬) নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সড়কের ধুমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের খুলনার বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে নগরীর মাইলের মাথায় এলাকার ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, গার্মেন্ট শ্রমিক জুবায়ের পতেঙ্গা এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে সেখানে আউটার রিং রোড এলাকায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া : শাজাহানপুর উপজেলায় ভটভটি উল্টে নূরনবী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল সকালে বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরনবী উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা গেছে, সকালে নূরনবী নিজ বাড়ি থেকে ভটভটি চালিয়ে কাজের উদ্দেশ্যে বগুড়ার দিকে যাচ্ছিলেন। জামাদারপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় গাড়িটি। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।