যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জেফরি এপস্টেইন–সংশ্লিষ্ট ফাইল প্রকাশের আহ্বান জানিয়েছেন টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক।
শনিবার এক পোস্টে মাস্ক বলেন, ট্রাম্প ছয়বার ‘এপস্টেইন’ শব্দটি উচ্চারণ করলেন, অথচ সবাইকে বললেন বিষয়টি নিয়ে আর কথা না বলতে। বরং প্রতিশ্রুতি অনুযায়ী ফাইল প্রকাশ করলেই তো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পর্ক ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় আসে বিতর্কিত ‘এপস্টেইন ফাইল’। গত মাসে মাস্ক দাবি করেন, এই ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং সেটিই নথিগুলো প্রকাশ না হওয়ার মূল কারণ। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাস্ক নিজেই ওই পোস্ট মুছে ফেলেন।
‘এপস্টেইন ফাইল’ বলতে বোঝানো হয় যৌন অপরাধ মামলায় অভিযুক্ত জেফরি এপস্টেইনের মৃত্যু (আত্মহত্যা) পরবর্তী মামলাসংক্রান্ত গোপন নথি। এসব নথিতে এপস্টেইনের ভ্রমণ, কাদের সঙ্গে দেখা করেছেন, কারা তার নেটওয়ার্কে ছিলেন—এসবের বিস্তারিত তথ্য রয়েছে। নথিগুলোর বড় একটি অংশ এখনো গোপন রাখা হয়েছে, যা জনমনে ব্যাপক কৌতূহল ও নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে।
এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নিয়ে পোস্ট দেন। সেই পোস্টে তিনি জেফরি এপস্টেইন প্রসঙ্গে কথা বলেন।
ধনকুবের জেফরি এপস্টেইন যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে অভিযুক্ত হয়ে ২০১৯ সালে জেলে আত্মহত্যা করেন। তার সঙ্গে বহু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল—এ নিয়ে নানা জল্পনা রয়েছে।
ইলন মাস্ক এর আগেও এপস্টেইন ফাইল প্রকাশের দাবি তুলেছিলেন। এবার সরাসরি ট্রাম্পকে তার পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল