ফেনীতে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, যেসব ইভটিজার ধরা পড়বে, তাদের ২ থেকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হবে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেনী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আহসানের সঞ্চালনায় সভায় বিজিবি, র্যাব, পুলিশ, দুদক, বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস, এবি পার্টি, এনসিপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরও বলেন, যারা সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে।
পৌর প্রশাসক গোলাম বাতেন সভায় বলেন, শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রেন পরিষ্কারের পাশাপাশি খাল পুনরুদ্ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলছে।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনী শহরের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এরপরও প্রয়োজনবোধে সরাসরি ফোনে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) বলেন, অনলাইন জুয়া ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে গোয়েন্দা সংস্থা নিয়মিত তৎপর রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ শাখা) সভায় বলেন, সম্প্রতি কিছু ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, দুর্যোগে প্রতারণা, যানজট ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সর্বদলীয় অংশগ্রহণে জেলার সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানে আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন