বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে মিনু সরকার (২২) নামের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার মিনু সরকার উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর (জয়ন্তিতলা) গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।
জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার বোহাইল গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে বর্তমানে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামে বসবাস করে আসছে। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে তিন মাস পূর্বে থেকে মিনু সরকারের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মিনু সরকার বিভিন্ন সময় মেয়েটির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। সর্বশেষ ৭ জুলাই রাত ১০টায় মেয়েটির বাড়িতে তার বাবা-মা না থাকায় মিনু সরকার শয়ন ঘরে প্রবেশ করেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো তাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে মেয়েটি তাকে বিয়ের কথা বললে প্রেমিক মিনু সরকার তাকে গালিগালাজ করেন। এতে নিরুপায় হয়ে শনিবার রাতে মেয়েটি তার প্রেমিক মিনু সরকারের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল জানান, ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মিনু সরকারকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ