ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা ও সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক মিলনায়তনে জাতীয় পার্টি (রওশন) আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (রওশন) প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ, হাফসা সুলতানা প্রমুখ।
জাতীয় পার্টির মহাসচিব মামুনুর রশিদ বলেন, বাংলাদেশের আঠারো কোটি মানুষ এসব কল্পনাতীত অপরাধে ভীষণ অসহায় বোধ করছে। কারোরই জানমাল আজ নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে অন্ধকারে আটকে পড়বে, যা কারো কাম্য নয়।
মামুনূর রশিদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ ট্যারিফ রফতানি বাণিজ্যের জন্য অশনি সংকেত। গত এগারো মাসে বিদেশি বিনিয়োগ আসেনি, সার্বিক অর্থনীতি নাজুক।
বিডি প্রতিদিন/আরাফাত