ঝিনাইদহে বিএনপির কার্যালয় পোড়ানোর পুরোনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল বিকালে ওই কার্যালয়ে দেখা যায়, ভবনটি নতুন করে সংস্কার করা হয়েছে। নেতা-কর্মীরা সেখানে আড্ডা দিচ্ছেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, গত বছরের ভিডিও কে বা কারা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে।