রানীনগরের কালিগ্রামে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে গতকাল আবাদপুকুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র দেন। ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল রকিব উদ্দিন মজুমদার বলেন, সেনাবাহিনীর এমন উদ্যোগ অব্যাহত থাকবে।