পটুয়াখালী, কুমিল্লা ও নেত্রকোনা জেলায় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী : পটুয়াখালী শহর-সংলগ্ন লাউকাঠী নদীতে ডুবে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রাহুল গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকার বাবু সমাদ্দারের ছেলে। সে লাউকাঠী এলাকায় তার ফুফুর বাড়িতে থেকে শহীদ স্মৃতি বিদ্যানিকেতনে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, রাহুল নদীতে পা ধোয়ার সময় পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।
কুমিল্লা : গোমতী নদীতে গোসল করতে নেমে মো. নাইম (১৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাইম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাজার চৌয়ারা এলাকার জহিরুল ইসলামের ছেলে। নেত্রকোনা : কলমাকান্দা উপজেলায় খালে ডুবে মো. হাবিবুর রহমান (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।