বগুড়ার ধুনট উপজেলায় স্নাতক (সম্মান) শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মা-বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান, রাত ১১টায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ