টানা তৃতীয় দিনের মতো চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী-সহ সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে চলছে গণঅনশন সমাবেশের প্রস্তুতি। জুমার পর এই গণঅনশন শুরু হবে।
শুক্রবার সকাল ১০টা থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত একের পর এক বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সাবেকদের আন্দোলনস্থলে জড়ো হবার এ চিত্র দেখা যায়। এর আগে সকাল নয়টা থেকেই জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০ টায় এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছি। সাবেক শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন। আশা করি এ আন্দোলন বৃথা যাবে না। সরকারকে বলব আমাদের সাথে এসে কথা বলুন নতুবা জবিয়ানদের এ আন্দোলন কোথায় যাবে আমরা কেউ জানি না?
তিনি আরও বলেন, আমাকে যদি সরকারের কোনও সংস্থার লোক নিয়েও যায় তারপরও আন্দোলন চলমান থাকবে। আমার পরে নেতৃত্বে দেওয়ার জন্য অন্যরা প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা ভয় পাই না। এখানে যদি আমাদের কিছু হয় তাতেও কিছু যায় আসে না। জুমার পরে আমাদের গণঅনশন কর্মসূচি শুরু হবে।
বিডি প্রতিদিন/একেএ