সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।
আগামী রবিবার একই মাঠে হবে ভারত ও বাংলাদেশের শিরোপার লড়াই। টানা তিন ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ ধাপে ভারত। আর প্রথম ম্যাচ ড্র করলেও পরের দুটি জিতেছে বাংলাদেশ। দুই দলই অপরাজিত থেকে শিরোপা নির্ধারণী মঞ্চে।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে হয়েছে। ২০২৪ সালে শেষ আসরে বাংলাদেশ একমাত্র শিরোপা জেতে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে। তারা শিরোপা ধরে রাখার লড়াই করবে।
ভারত অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার এই ক্যাটাগরিতে তাদের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/কেএ