পদ্মা নদীতে ধরা পড়া সাড়ে তিন কেজি ওজনের দুইটি ইলিশ মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে টাঙ্গাইলে বসবাসরত এক প্রবাসী এ ইলিশ দুইটি কেনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের চর করনেশনা এলাকায় কয়েকজন জেলে জাল ফেললে তাদের জালে ধরা পড়ে দুইটি বড় ইলিশ। পরে মাছগুলো স্থানীয় হালিম মণ্ডলের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে নিলামে মাছ দুইটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
তিনি জানান, একটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৯৩০ গ্রাম এবং অন্যটির ওজন ছিল ১ কেজি ৫০০ গ্রাম। ৩ হাজার ৯০০ টাকা প্রতি কেজি দরে তিনি মাছ দুইটি মোট ১৩ হাজার ৩৩৭ টাকায় কেনেন। পরে প্রতি কেজি ২০০ টাকা লাভে বিক্রি করেন টাঙ্গাইলের এক প্রবাসীর কাছে, যার মোট দাম দাঁড়ায় ১৪ হাজার ৬৩ টাকা।
রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মার ইলিশ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর চাহিদা ও দাম বেশি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ