ইতিহাসের দ্বারপ্রান্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পেশাদার লিগ শুরু হওয়ার প্রায় আঠারো বছর পার হলেও শিরোপা স্পর্শ করতে পারেনি দলটি। দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। গতকাল কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালো জার্সিধারীরা। এ জয়ের পরই শিরোপার ঘ্রাণ নিতে শুরু করেছেন মোহামেডান সমর্থকরা। আগামী মঙ্গলবার রহমতগঞ্জকে হারালেই লিগ শিরোপা ঘরে তুলবে আলফাজ আহমেদের দল। অবশ্য আজ ফর্টিসের কাছে আবাহনী হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান।
বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে মোহামেডান। দুই নম্বরে থাকা আবাহনীর সংগ্রহ ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট। আজ আবাহনী হারলে দুই দলের পয়েন্টের ব্যবধান দাঁড়াবে ১০। ম্যাচ বাকি থাকবে তিনটি করে। সে ক্ষেত্রে মোহামেডানকে আর স্পর্শ করতে পারবে না আবাহনী। তবে আজ আবাহনী জিতলে মোহামেডানকে পরের ম্যাচে জয়ের অপেক্ষায় থাকতে হবে।
পেশাদার লিগ ২০০৭ সালে শুরুর পর থেকে আবাহনী লিমিটেডই আধিপত্য দেখাচ্ছিল। তারা ছয়বারের চ্যাম্পিয়ন। শেখ জামাল তিনবার চ্যাম্পিয়ন হলেও আবাহনীর দাপটের সামনে অন্যরা ছিল অসহায়। তবে সব বদলে দেয় বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমে প্রথমবার লিগ খেলতে এসেই দাপটের সঙ্গে শিরোপা জয় করে। টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হয় দলটি। চলতি মৌসুমেও ঘরোয়া ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ ট্রফি জয় করে। চ্যালেঞ্জ কাপ জয় করে গত নভেম্বরে। ফেডারেশন কাপ জয় করে গত মাসে। তবে টানা ষষ্ঠবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হলো না কিংসের। গতকাল মোহামেডান জয় পাওয়ায় বসুন্ধরার পক্ষে আর শীর্ষস্থান দখল করা সম্ভব হবে না।
গতকাল কুমিল্লায় ম্যাচের ২৯ মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। এরপর ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান নাইজেরিয়ান ফুটবলার এমানুয়েল সানডে। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে প্রথম মিনিটেই মোজাফরভের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬০ মিনিটে এমানুয়েল সানডে আরও একটি গোল করে সাদা-কালো জার্সিধারীদের ৪-০ গোলে এগিয়ে দেন। ম্যাচের ৭৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সান্ত্বনার গোল উপহার দেন রেদওয়ান হোসেন সুমন। কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে জয় পেয়েছে পুলিশ এফসি। তারা ১-০ গোলে জয় পায়। পুলিশের পক্ষে জয়সূচক গোলটি করেন দীপক (৫০ মিনিটে)। ম্যাচের ৮১ মিনিটে ঝড়ের কবলে পড়ে ম্যাচটি। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয় লড়াই। শেষ মুহূর্তে ইনসান বসুন্ধরা কিংসের পক্ষে একটি গোল করেন। তবে সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়। গতকালের জয়ে ২৩ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে অবস্থান করছে পুলিশ এফসি। ২৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস আছে তিন নম্বরে। দিনের অপর ম্যাচে ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পক্ষে এমফন উদোহ দুটি এবং কৌশিক ও তুরায়েভ একটি করে গোল করেন। ফকিরেরপুলের পক্ষে একটি গোল করেন ইব্রাহিম।