মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বাড়াতে রংপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকালে শহরের মর্ডান মোড়ের বুরো বাংলাদেশ কার্যালয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
রংপুর বিভাগের ৯টি শাখা ও উপ-শাখার ৫৫ জনের বেশি কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন একটি জাতীয় ও বৈশ্বিক হুমকি। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কমপ্লায়েন্স কর্মকর্তা রেইস উদ্দিন আহম্মেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ