গোপালগঞ্জে সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ সময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ধরনের সেøাগান দেন তারা। মানববন্ধন চলাকালে মার্কেটিং বিভাগের সোহেল আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জোবায়ের ফাহিম ও ইএসডি বিভাগের শোয়েব উদ্দিন বক্তব্য রাখেন। শুক্রবার গোবিপ্রবির সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্যসচিব সাইদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।