প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪) হত্যা মামলায় পুলিশ ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করেছে। আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্যাহ উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
এই আসামিরা হলেন- আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। তারা সবাই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। এর আগে গতকাল ভোরে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। হত্যার ঘটনায় গত রবিবার নিহত পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় আটজনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ বলছে, মামলার আসামিরা হলেন- মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়। জানা গেছে, শনিবার বিকাল ৪টায় বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। তবে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে।
ছাত্রদলের মানববন্ধন : বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন হয়। এ সময় ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং সে গণ অভ্যুত্থানের নায়ক ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয় আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারব না, ওগো এদের ক্ষমা করো। আমরা ক্ষমা করতে পারব না।’ তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। যেখানে আমরা সমন্বয়ের চেষ্টা করেছি। কিন্তু কারা এ ব্যানারকে কলুষিত করতে চায়? আজ থেকে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনাদের ছাত্র আন্দোলন বৈষম্যমুখী হয়ে পড়েছে।’ ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করব না। সেই সঙ্গে বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা কোনো অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না।’
পারভেজ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ : ঢাকায় ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের লাশ গতকাল ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পারভেজ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ : জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুপুরে ভালুকা বাসস্ট্যান্ডে এক ঘণ্টা ধরে এ অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
রাজশাহী : ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। বেলা ১১টায় কলেজের সামনে আলাদা এ কর্মসূচি পালিত হয়। সিটি কলেজের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহপ্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দন প্রমুখ। রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির।
জাবি : পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন করেন তারা। এতে শাখা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় একাধিক নেতা-কর্মী বক্তব্য দেন।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাবি ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।’