পেশাদার লিগে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে বসুন্ধরা কিংস। তবে আজ জিতলেই ঘরোয়া ফুটবলের দ্বিতীয় ট্রফি ঘরে উঠবে তাদের। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ফাইনালে কিংস আজ মুখোমুখি হবে আসরের সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর। সাত মৌসুম পর আসরে দুই দল ফাইনাল খেলবে। বেলা পৌনে ৩টায় ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ নিষ্পত্তি না হলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। এখানেও ড্র থাকলে টাইব্রেকারেই সবকিছুর অবসান ঘটবে। এখানে যৌথ চ্যাম্পিয়নের কোনো নিয়ম নেই। যদিও ১৯৮০ ও ১৯৮২ সালে ফাইনালে ড্র করা দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এরপর সেই দৃশ্য আর দেখা যায়নি।
কিংস জিতলে তাদের শিরোপার সংখ্যা দাঁড়াবে চারে। অন্যদিকে আবাহনী চ্যাম্পিয়ন হলে তা হবে তাদের ১৩তম শিরোপা। ১১ বার চ্যাম্পিয়ন হয়ে ঢাকা মোহামেডান আসরে দ্বিতীয় শিরোপা জেতা দল। বসুন্ধরার সুযোগ রয়েছে তৃতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার। কেননা ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, শেখ জামাল ধানমন্ডি ও সর্বশেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। জিতলেই তিন দলকে ছাড়িয়ে কিংসের অবস্থান হবে আবাহনী ও মোহামেডানের পরেই। অভিষেকের সাত বছরের মাথায় ৪৫ বছর পুরোনো আসরে তৃতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়াটা হবে গৌরবের। প্রশ্ন হচ্ছে আজ সংখ্যা দাঁড়াবে কত? কিংস শিরোপা ধরে রাখবে নাকি তিন মৌসুম পর আবাহনী হারানো ট্রফি ফিরে পাবে?
একে তো ফাইনাল। তারপর আবার আবাহনী ও কিংসের লড়াই বলে এখানে কাউকে ফেবারিট বলে চিহ্নিত করা যাবে না। তারপরও শক্তির বিচারে কিংসকেই এগিয়ে রাখা যায়। তবে এর প্রভাব লড়াইয়ে কতটা পড়বে তা দেখার বিষয়। আবাহনী ফাইনালে জায়গা করে নিয়েছে কিংসকে হারিয়েই। প্রথম কোয়ালিফায়ারে টাইব্রেকারে জয় পেয়েছিল আবাহনী। এলিমিনেটরে জয়ী দল রহমতগঞ্জকে হারিয়ে কিংস উঠে এসেছে শিরোপা লড়াইয়ের ম্যাচে। সত্যি বলতে কি লোকাল ও বিদেশি কালেকশনে কিংসই সেরা দল গড়েছে। শুরুতে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ জিতে তা প্রমাণও দিয়েছে। এরপরই কেন জানি তাদের চেনারূপে দেখা যাচ্ছে না। শক্তি বাড়াতে নতুন বিদেশিও সংগ্রহ করেছে। তারপরও ছন্দটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইউরোপের বিভিন্ন লিগে খেলা আর্জেন্টিনার হুয়ান লেসকানোকে এনে কিংস সমর্থকদের আশার সঞ্চার করে। রক্ষণভাগে নতুন যোগ দিয়েছেন ব্রাজিলের ডাসিয়েল। ডাসিয়েল ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে তিনটি ম্যাচে সেরা একাদশে সুযোগ পেয়েও নজর কাড়তে পারেননি। আক্রমণভাগে লেসকানোও বেশ নিষ্প্রভ। বিদেশি হিসেবে পুরোনো ব্রাজিলিয়ান ফার্নান্দেসকেই চোখে পড়ছে। তাও তাকে তুলে নেওয়া হচ্ছে। রবসন এবার শুরু থেকেই নেই। মিশেল ফিগেইরা ছুটি নিয়ে দেশে যাওয়ার পর ফিরে না আসায় মাঠে তার অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে। লোকালরাও তেমন ভূমিকা রাখতে পারছেন না। ফাইনালে সেরাটা দিতেই হবে। তা কি কিংসের পক্ষে সম্ভব? কোচ ভ্যালেরিউ তিতার আশা শিরোপার পতাকা উড়াবে কিংসই। দেখা যাক কোনো কৌশল কাজে লাগিয়ে দলকে দ্বিতীয় ট্রফি উপহার দিতে পারেন কি না। অন্যদিকে ঢাকা আবাহনী হারানো ট্রফি উদ্ধারের জন্য জানপ্রাণ দিয়ে লড়বে।
বিদেশি ছাড়াই তারা লিগের প্রথম লেগে দুর্দান্ত খেলেছে। এখন আবার দুই বিদেশি ব্রাজিলিয়ান রাফায়েল অ্যাগোস্টো ও নাইজেরিয়ার এমেকা যোগ দেওয়ায় দলের শক্তি বেড়েছে। লিগ ও ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে কিংসকে হারিয়েছে। সমানে সমান লড়াইয়ে উপভোগ্য এক ফাইনালের আভাস পাওয়া যাচ্ছে।