নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন গতকাল এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত জসিম বরগুনার পাথরঘাটার বাসিন্দা। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৫ মার্চ রূপগঞ্জে ভাড়া বাসায় কথা কাটাকাটির জেরে জসিম তার স্ত্রীকে হত্যা করে। এ ঘটনায় সুরভীর বাবা রূপগঞ্জ থানায় মামলা করেন।