সিলেট থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ হয়েছেন ৬ শ্রমিক। এক সপ্তাহ ধরে তাদের কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের পরিবার। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে তারা কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজার পৌঁছার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদি মিয়ার ছেলে আব্দুল জলিল (৫৫)।
নিখোঁজদের পরিবারের সদস্যদের সাথে আলাপ করে জানা গেছে, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে ওই ছয়জন গত ১৫ এপ্রিল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ১৬ এপ্রিল তারা কক্সবাজার পৌঁছান। এরপর থেকে তাদের সবার ফোন বন্ধ পাওয়া যায়। কক্সবাজারে এক ঠিকাদারের অধীনে তারা কাজ করার কথা ছিল।
পুলিশ বলছে—মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে ৬ জনের সর্বশেষ অবস্থান কক্সবাজার দেখা গেছে। তাদের খোঁজ পেতে পুলিশ কাজ করছে।
নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল জানান, কক্সবাজার যাওয়া ৬ জনের সবাই রাজমিস্ত্রির কাজ করতেন। কক্সবাজার পৌঁছার পর তারা পরিবারের সাথে ফোনে কথাও বলেছেন। তাদের সন্ধানে সোমবার পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, নিখোঁজদের সন্ধান পেতে আমরা কাজ করছি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ে তাদের সর্বশেষ অবস্থান কক্সবাজার দেখাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল