মুন্সিগঞ্জের গজারিয়ায় সালাম দেওয়া না দেওয়া নিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই স্কুলের শিক্ষার্থী তাহিন, জোবায়ের, আবদুল্লাহ ও ফাইজুল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক শাজাহান সিকদার বলেন, সালাম দেওয়াকে কেন্দ্র করে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। ওসি আনোয়ার আলম আজাদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।