খুলনায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা রবিউল আলম রবিসহ নগরীর তিন থানায় ৪০ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এর মধ্যে হরিণটানা থানায় ২২ জন, খালিশপুর থানায় ৮ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনটি পৃথক মামলার বাদী পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে কেসিসির লাইসেন্স কর্মকর্তা রবিকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার ভোরে খুলনার জিরোপয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে মোটরসাইকেলে চড়ে অংশ নেন রবি। তিনি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী আহয়দার জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল