জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা। উপস্থিত ছিলেন- মোহাম্মদ মাইনুদ্দিন, জাবেদ আলম, সোহেল খান, জহিরুল ইসলাম, হৃদয় ভূঁইয়া প্রমুখ।