সাধারণ বিমা খাতে প্রিমিয়াম বকেয়ার কারণে ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমে সংকট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বেসরকারি বিমা কোম্পানিগুলোর কাছ থেকে প্রাপ্য পুনর্বিমার প্রিমিয়াম আদায়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন। সূত্র জানায়, চলতি বিমা চুক্তি বছর (এপ্রিল-মার্চ) থেকে প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর জন্য চুক্তিপত্রে ‘চুক্তি বাতিলের নোটিস’ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ বীমা করপোরেশন। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় এ উদ্যোগের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, বিমা আইন ২০১০, বীমা করপোরেশন আইন ২০১৯ এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী প্রিমিয়াম না দেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা নিতে। বর্তমানে দেশে ৪৫টি নন-লাইফ বিমা কোম্পানির মধ্যে ১২টির সঙ্গে ৫০ শতাংশ এবং ৩৩টির সঙ্গে ১০০ শতাংশ পুনর্বিমার চুক্তি রয়েছে সাধারণ বীমা করপোরেশনের সঙ্গে। প্রতি প্রান্তিকে প্রিমিয়াম পরিশোধের জন্য নোটিস দেওয়া হলেও অনেক কোম্পানি প্রিমিয়াম ছাড়ের অনুরোধ করে থাকে, যা আদায়ে জটিলতা তৈরি করছে। সাধারণ বীমা করপোরেশনের এক চিঠিতে বলা হয়েছে, ‘প্রিমিয়াম আদায় এখন করপোরেশনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অগ্নিবিমা খাতে সম্প্রতি ক্ষতিপূরণ দাবির পরিমাণ বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।’ ২০২৩ সাল থেকেই চুক্তিপত্রে উল্লেখ করা হচ্ছে, ‘প্রতি প্রান্তিক শেষে প্রিমিয়াম পরিশোধ করতে হবে। প্রান্তিক শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে প্রিমিয়াম পরিশোধ না হলে চুক্তি বাতিলের নোটিস প্রদান করা হবে।’ এবার ওই নীতিমালাকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে চায় করপোরেশন। কর্মকর্তারা জানিয়েছেন, বিমা কোম্পানিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, বকেয়া প্রিমিয়াম পরিশোধ না হলে তাদের ঝুঁকি বহন করবে না সাধারণ বীমা করপোরেশন। ২০২৪ সালে সাধারণ বীমা করপোরেশন পুনর্বিমার প্রিমিয়াম বাবদ ৪১৬ কোটি ৫০ লাখ টাকা আদায় করতে সক্ষম হলেও ১ হাজার ১২৩ কোটি ২০ লাখ টাকা এখনো বকেয়া রয়েছে। অন্যদিকে কোম্পানিগুলোর ক্ষতিপূরণ দাবি রয়েছে মোট ৩ হাজার ৪২ কোটি টাকারও বেশি, যা এখনো পরিশোধ হয়নি। চিঠিতে আরও বলা হয়, ‘প্রিমিয়াম বিমার মূল বিবেচ্য বিষয়। প্রিমিয়াম আদায় ছাড়া কোনো ঝুঁকি কাভার করা যায় না, ফলে ক্ষতিপূরণও প্রদান করা সম্ভব হয় না।’ এ প্রসঙ্গে যোগাযোগ করলে সাধারণ বিমা করপোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘গত বছর থেকেই আমরা চুক্তি স্বাক্ষরের আগে বকেয়া প্রিমিয়াম আদায়ে চাপ দিচ্ছি। এ বছরও আমরা তা অব্যাহত রেখেছি এবং চুক্তি স্বাক্ষর শুরুও হয়েছে। কোম্পানিগুলোও সহযোগিতা করছে।’ তবে তিনি মনে করেন, এ সমস্যার সমাধান একদিনে হবে না। কারণ গত বছরের শিক্ষার্থীদের আন্দোলনসহ সার্বিক ব্যবসা পরিস্থিতির কারণে বিমা কোম্পানিগুলোও আর্থিক চাপে রয়েছে।
শিরোনাম
- বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের নতুন রেকর্ড
- পুঁজিবাজারে সূচকের পতন
- মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আবাহনীর
- সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকের মামলা
- বন্ধ ঘরে মামা-ভাগ্নের লাশ নিয়ে রহস্য
- রাতে শ্রমিক নেতা গ্রেফতার, দুপুরে জামিন
- সিন্ধু চুক্তি রক্ষায় আইনি লড়াই করবে পাকিস্তান
- মহেশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ৬
- কসবায় বসুন্ধরার সহায়তায় চক্ষু চিকিৎসা পেল ৫০০ রোগী
- বিদ্যুতায়িত গেটের স্পর্শে হোটেল বয়ের মৃত্যু
- ফরিদপুরে নিখোঁজের দুদিন পর মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার
- বিদ্যুৎ বিভ্রাটে বার্সেলোনা-ইন্টার ম্যাচ নিয়ে শঙ্কা
- কানাডার সঙ্গে ‘সম্পর্ক জোরদারে’ অধীর অপেক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
- টেকসই উন্নয়নের লক্ষ্যে গোবিপ্রবি ও গ্রিনটেক ফাউন্ডেশনের চুক্তি সই
- নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী
- লক্ষ্মীপুরে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
- মুশফিক-শান্তর জুটিতে লিড বাংলাদেশের
- স্বল্পোন্নত দেশে থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয় : দেবপ্রিয়
- কানাডার নির্বাচনে জয় পেল ট্রাম্পের কঠোর সমালোচক মার্ক কার্নির দল
- কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
আপডেট:
০০:১৫, মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
বিমা কোম্পানিগুলোর পাওনা ৩ হাজার ৪২ কোটি
বকেয়া দাবি মেটাতে পারছে না সাধারণ বীমা করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবলো অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বসুন্ধরা রিফাইনারি প্ল্যান্টে আগুন, দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
১৯ ঘণ্টা আগে | জাতীয়