রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ফটকের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল। আরও উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক থিয়েল, ছাত্রনেতা আল হৃদয়, পারভেজ হোসেন, হীরা, সিদ্দিকুর রহমান, সাফিল আস-সামিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক বলেন, ছাত্রদল নেতা পরিচয়ের আগে পারভেজ একজন ছাত্র। সেটাই তার পরিচয়। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাই। দোষীদের দ্রুত বিচারের সম্মুখীন করা হোক।
বিডিপ্রতিদিন/কবিরুল