ফিল্ডিংয়ে রেকর্ড গড়লেন মমিনুল হক। টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন তিনি। ৪১ ক্যাচ নিয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।
সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানার বলে শর্ট লেগে বেন কারানের ক্যাচ ধরে রেকর্ডটি গড়েন তিনি। এতদিন ৪০ ক্যাচ নিয়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছিলেন।
মমিনুলের ক্যাচ ধরার মধ্যে দিয়ে বাংলাদেশের উইকেট পাওয়ার অপেক্ষারও অবসান হয়। কেননা গতকাল রবিবার শেষ বিকালে চেষ্টা করেও জিম্বাবুয়ের উইকেট নিতে পারছিলেন না নাহিদ-খালেদ আহমেদরা।
অবশেষে আজ ৬৯ রানে জুটিটা ভাঙেন নাহিদই। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলেও ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে ৮২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে।
এর আগে, প্রথম ইনিংসে ১৯১ রান করেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই