কুমিল্লায় ছাত্র আন্দোলনে হামলার মামলায় ছয়জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুই ডজন আইনজীবী এ মামলায় গতকাল হাজিরা দিতে এসেছিলেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করা হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন- মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জাকির হোসেন, সাইফুল ইসলাম, মো. মহিন ও মো. সোহাগ। আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে উঠানোর সময় ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ লোকজন।