চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা সমুদ্র সৈকত এলাকায় অস্ত্র, নগদ টাকা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. শওকত আলী নামের এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়। শওকত আনোয়ারা উপজেলার স্থায়ী বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানিয়েছেন, অভিযানের সময় সন্দেহজনক ১টি কাঠের বোট তল্লাশি করে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ৩টি দেশীয় অস্ত্র, নগদ ১৭ হাজার ২৪০ টাকা এবং ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মো. শওকত আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল