জলবায়ুবিষয়ক আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে গতকাল কাতার গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শ্রমবাজার, ভিসা চালু, জ্বালানি ও বাণিজ্য ইস্যুতে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে যাত্রা করেন।
সফর উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল আর্থনা সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কাতারের আমিরের সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘ সময়ের এলএনজি আমদানি চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রধান উপদেষ্টার সফরকালে কাতারে একটি বড় বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনসহ একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে কাতারে বড় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে নেতৃত্ব দেবেন ড. ইউনূস। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলনের পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এ সম্মেলনকে। আন্তর্জাতিকভাবে যারা রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করছেন তারা এ সম্মেলনে অংশ নেবেন। ড. ইউনূসের কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও ভিসা ইস্যু নিয়ে যে সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। সফর শেষে ঢাকায় ফিরে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি কোঅর্ডিনেটর লামিয়া মোর্শেদ প্রমুখ। সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।