নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল তারাবো পৌরসভার রূপসী ও আশপাশ এলাকার আটটি ভবনে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানাসহ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩-এর ব্যবস্থাপনায় অভিযানকালে উপস্থিত ছিলেন- রাজউকের অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল প্রমুখ।