চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিয়মবহির্ভূত সংরক্ষণ ও মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ভালাইপুর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নিয়মবহির্ভূত সংরক্ষণ করায় একটি ফার্মেসিকে এবং মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনা করায় ডেন্টাল কেয়ারকে জরিমানা করা হয়।