ময়মনসিংহের ভালুকায় রবিবার রাতে ঢাকাগামী বাসে তল্লাশির সময় একটি ব্যাগ দেখে সন্দেহ হয় যৌথ বাহিনীর। তল্লাশি করতেই বেরিয়ে আসে মানুষের মাথার খুলি ও হাড়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ময়মনসিংয়ের সাইফুল (৪৫), ফারুক হোসেন (৪৮) ও শেরপুরের আলমগীর (২৪)।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি চলছিল। এ সময় একটি বাসের ভিতের ট্রাভেল ব্যাগ তল্লাশি চালিয়ে তিনটি মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অংশের হাড়ের ৭৯টি টুকরা পাওয়া যায়। এ ঘটনায় এসআই সবুজ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।