পাকিস্তানি টিকটকার পাটলোকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট টিকটকার পাটলোকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে তাকে।
জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্মে একটি বিতর্ককে কেন্দ্র করে পাটলোকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। তবে অভিযোগের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইনফ্লুয়েন্সার রজব বাট জানিয়েছেন, পাটলোর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে একটি মামলা করা হয়েছে। আইনি বিষয় সংবেদনশীল হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে টিকটকারকে কারাগার থেকে মুক্তির জন্য ইতিবাচক ছিলেন রজব বাট।
এ ঘটনায় রজব বাট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, পাটলোকে গ্রেফতারের ঘটনায় কোনো নারীকে যেন টেনে না তোলা হয় এবং তার যেন কোনো মানহানি করা না হয়।
প্রসঙ্গত. পাটলো এর আগে কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন। সাবেক স্ত্রী রাবিয়া তার বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। দাবি করেছিলেন, কয়েকজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত পাটলো।
এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। তিনিও বেশ আইনি বিপাকে রয়েছেন। সুগন্ধি ব্র্যান্ড চালু করার পর বিতর্কের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ