আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) লাইসেন্স কর্মকর্তা রবিউল আলম রবিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার ভোরে খুলনার জিরোপয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে মোটরসাইকেলে চড়ে অংশ নেন রবি। তিনি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত।
খুলনার হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম বলেন, রবিকে পুলিশ বাদী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই