কুমিল্লার বুড়িচংয়ে গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে মালিক জামশেদ আলম (৫০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। বুড়িচং উপজেলা সদরের আগানগর এলাকায় জামশেদ আলমের গ্যারেজে গতকাল এ দুর্ঘটনা ঘটে। জামশেদ আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয়রা জানান, দোকান মালিক জামশেদ গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে দোকনটি উড়ে যায়।