মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরের ৩৫০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাস্টার, শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুজিবুর রহমান প্রমুখ।