মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- কুমিল্লা : ভোরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মাদ নজির আহমেদ খান, ও সুশীল সমাজের প্রতিনিধিরা। গাজীপুর : সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে পৃথক শ্রদ্ধা নিবেদন করে বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুুন্সিগঞ্জ : শহরের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। মেহেরপুর : সকালে কুচকাওয়াজ অভিবাধন গ্রহণ করেন জেলা প্রশাসক সিফাত মেহেনাজ ও পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। লক্ষ্মীপুর : শহরের মাদাম ব্রিজ এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গোপালগঞ্জ : জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার। ফেনী : সকালে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। নারায়ণগঞ্জ : শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রতি শ্রদ্ধা জানায় প্রশাসন। রাজবাড়ী : বিকালে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন সুলতানা আক্তার। বান্দরবান : জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।