বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পশ্চিম ইউপির চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক। সোমবার রাতে আকছিনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির মামলায় জেলা যুবলীগ সভাপতি সদর উপজেলার আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার হয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।