গাজীপুরে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ হওয়ার জেরে ওই হোটেলে ভাঙচুর করেছে স্থানীয় তৌহিদি জনতা। এ সময় তারা হোটেলের বিভিন্ন অসবাবপত্র পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে যানবাহন পুনরায় চলাচল শুরু করে। গতকাল সিটি করপোরেশনের ভোগড়া এলাকার হোটেল প্রাইম ইন (আবাসিক)-এ ওই ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) জহিরুল ইসলাম জানান, অনৈতিক কার্যকলাপ পরিচালিত হওয়ার প্রতিবাদে সকালে একদল তৌহিদি জনতা ওই হোটেলে ভাঙচুর করে এবং অসবাবপত্রসহ বিভিন্ন মালামাল মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানবাহন চলাচল শুরু হয়।