যশোরে গতকাল মৃত স্বজনকে দেখতে গিয়ে লাশ হলেন বাবা-মেয়েসহ তিনজন। এ ছাড়া জয়পুরহাট ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- যশোর : যশোর-বেনাপোল মহাসড়কে ঝিকরগাছায় গতকাল মৃত স্বজনকে দেখতে গিয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে দুজন। হতাহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রত্না খাতুন (১১) এবং গদখালী এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। জয়পুরহাট : কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও ইদ্রিস আলী (৬০)।
পঞ্চগড় : মঙ্গলবার আটোয়ারী উপজেলার সাতখামার এগারো মাইল এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে ট্রাকচাপায় কমলা রানী (৬০) এবং পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ট্রাকচাপায় জীম মোবাশ্বের নামে এক শিশুর মৃত্যু হয়।