শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে একজনের গলিত লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তারা ভাসমান জনগোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনার জুলহাস (৩৪), শ্রীপুরের নুরুল (৫২) ও শাহাদত হোসেন শান্ত (২৫)।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, রেজাউল করিম (৪০) নামে ওই গার্মেন্টস কর্মীর কাছ থেকে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন তারা। গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। রেজাউল করিম নেত্রকোনা জেলার সদর থানার দুর্গাশ্রম গ্রামের ইসহাক মুন্সীর ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের গিলারচালা গ্রামের নতুন বাজার এলাকায় রুহুল আমিন তালুকদারের বাড়িতে থাকতেন। আর এইচপি গার্মেন্টস নামে একটি কারখানায় অপারেটর পদে কাজ করতেন। গত ৯ মার্চ শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী ঢালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।