কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে রবি নামের এক যুবদল নেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দুই গ্রুপই নলচরসহ মেঘনা নদীর চরে বালু উত্তোলন করে। আধিপত্য নিয়ে দুই গ্রুপ কয়েকদিন আগেও মুখোমুখি হয়েছিল। মঙ্গলবার রাতে এলাকায় আধিপত্য নিয়ে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবি ও বালিডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বারেক। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতরা বেশির ভাগই নলচরের বাসিন্দা। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল ওদুদ মুন্সি জানান, রবি ও বারেক দুজনেই যুবদল ও বিএনপি নেতা। মেঘনা থানার ওসি আবদুল জলিল জানান, সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নোয়াখালীর কবিরহাটে হাটবাজার ইজারার দরপত্র মূল্যায়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, ইজারা এক পক্ষ পেয়েছে আরেক পক্ষ পায়নি। এটা নিয়ে মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ইউএনও পূদম পুষ্প চাকমা বলেন, দরপত্র মূল্যায়ন শেষে জটলা হয়েছে। তবে মারামারির কোনো ঘটনা দেখেনি।