যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে স্বামীর পিটুনিতে গৃহবধূ রোকসানা বেগম (৩৫) নিহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫) পলাতক। নারায়ণপুর গ্রামে সিজারের বাড়িতে গতকাল এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ রোকসানার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সিজারের প্রথম স্ত্রী ঢাকায় এবং দ্বিতীয় স্ত্রী চৌগাছার নারায়ণপুরে গ্রামের বাড়ি থাকেন। চৌগাছার বাড়িতে প্রথম স্ত্রীর মেয়ে থাকে। প্রথম স্ত্রী ঢাকা থেকে মাঝে মধ্যে আসতেন মেয়েকে দেখতে। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী রোকসানার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সিজারের। গতকাল সকালেও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিজার লাঠি দিয়ে রোকসানাকে এলোপাতাড়ি পেটান।