সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিকসেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়া খাদ্যঝুড়ি উপহার বিতরণ করা হয়েছে। শহরের মালতিনগর হাইস্কুল মাঠে শনিবার এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল-বখতিয়ার। তিনি বলেন, ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উপহার হিসেবে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু।