গাজীপুরে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে দুই শতাংশ জমিসহ দুই কক্ষের আধাপাকা ঘর পেয়েছেন ১ হাজার ৮৪৩টি ভূমিহীন-গৃহহীন পরিবার। প্রতি ঘরে আছে বিদ্যুৎ-সংযোগ, নলকূপ ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। যেসব ভূমিহীন ঘর পেয়েছেন তাদের অনেকেই এখন সেখানে থাকেন না। স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে চলে গেছেন অন্যত্র। যেসব পরিবার বসবাস করছেন তারাও কষ্টে আছেন। বলছেন, সরকার ঘর দিলেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি শিশুদের জন্য বিদ্যালয় নেই। গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর খালি থাকার বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘর ফাঁকা থাকলে যাদের বরাদ্দ দেওয়া হয়েছে তারা যদি না থাকেন বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলা ও টঙ্গী এলাকায় ৫ ধাপে ১ হাজার ৮৪৩টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২৪২টি ঘর ফাঁকা পড়ে আছে। এ ছাড়া কালিয়াকৈর উপজেলায় বছর যেতেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর। নেই কর্মসংস্থান ও শিশুদের লেখাপড়ার ব্যবস্থা। অবৈধভাবে দখল হয়ে গেছে ২৮টি ঘর। গাজীপুর শহরের ফাওকাল আশ্রয়ণ প্রকল্পে দেখা যায়, এখানে ২৯টি পরিবারের প্রায় ১৭০ জন মানুষ বসবাস করছেন। কথা হয় বসবাসকারী জসিম উদ্দিনের সঙ্গে। তিনি সরকারি ঘরে স্ত্রী, দুই ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করছেন। জসিম জানান, এখানে আশপাশে কোনো কাজ নেই। একই আশ্রয়ণ কেন্দ্রের উত্তম কুমার বলেন, এখানে কর্ম নেই। নেই কোনো গোরস্থান বা শ্মশান। এখানকার দুজন বাসিন্দা মারা গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দাফন করা হয়। ১১ নম্বর ঘরের বাসিন্দা রুমানা আক্তার জানান, ২০২১ সালে ঘর পাওয়ার ২-৩ মাস পরই ফাটল ধরে। নিম্নমানের নির্মাণ কাজের জন্য এমন হয়েছে, দাবি তার। বলেন, ঘরের পিলার, দেয়াল ফেটে যাওয়ায় সব সময় আতঙ্কে থাকেন। ভাওয়াল গাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রনজু মিয়া বলেন, দেড় বছর আগে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে নিয়ে এখানে আসেন। এখানে পানি ও রাস্তাঘাটের সমস্যার কারণে অনেক কষ্ট পাচ্ছেন তারা। পাশের ৪, ৫ ও ৬ নম্বর ঘরে কেউ থাকেন না জানান তিনি। রনজু বলেন- তারা তিন ভাই ঘর পেয়ে আর এসব বাড়িতে ওঠেননি। শুনেছি পোড়াবাড়ি এলাকায় থাকেন। কিশোরগঞ্জের মোর্শেদ মিয়া ২০২২ সালের ২১ জুলাই গাজীপুর গ্রামে একটি ঘর পান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এখানে আসেন। এখানে কোনো কাজ নেই উল্লেখ করে মোর্শেদ জানান, ১৭, ২১ ও ২৩ নম্বর ঘরে কেউ নেই। তাছাড়া ১৪টি ঘরে তালা মারা। ১৩ নম্বর ঘরের বাসিন্দা বিক্রমপুরের রিপন হোসেন জানান, এখানকার ১৫-১৬টি ঘরের লোকজন সপ্তাহে একদিন আসে কিছুক্ষণ পর আবার চলে যান। খালি ঘরে আবার লোক দিলে ভালো হতো। এখানে আসা-যাওয়ার ভালো রাস্তা নাই। প্রতিদিন গাজীপুর শহরে যেতে ২০০ টাকা খরচ হয়। নেই কোনো কবরস্থান। আশপাশে নেই শিক্ষাপ্রতিষ্ঠান। ছেলে-মেয়ের পড়াশোনায় মারাত্মক সমস্যা হয়। আরেক বাসিন্দা হারুন জানান, ঘরের আস্তর ধসে পড়েছে। জঙ্গলের ভেতর দিয়ে এখানে আসতে হয়। অনেকে প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়েন। একই অবস্থা জেলার অন্য আশ্রয়ণ প্রকল্পের।
শিরোনাম
- টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে
- সিঙ্গাপুর থেকে দেশে ফিরল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
- ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা
- গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
- ভোলায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
- বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই : ধর্ম উপদেষ্টা
- ১১ বছরেও মিলল না সন্ধান, এমএইচ৩৭০ নিয়ে প্রশ্নের শেষ নেই
- যশোরে বাসের ধাক্কায় প্রাণ হারালো বাবা-মেয়ে, আহত ৩
- ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
- গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে
- ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক শুক্রবার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা
- শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
- রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের যুবক নিহত
- লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন লোকমান
- সাতক্ষীরায় বাঁধ ভাঙনে দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী
- মার্কিন কূটনীতিকদের জন্য চীনাদের সঙ্গে প্রেমে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের
- মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি
ঘর ছাড়ছেন উপকারভোগীরা
আশ্রয়ণ প্রকল্প - বছর যেতেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অনেক ঘর। নেই কর্মসংস্থান ও শিশুদের লেখাপড়ার ব্যবস্থা
খায়রুল ইসলাম, গাজীপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতকে রুখে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা
১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা: আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম