দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- রাজবাড়ী : পাংশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার কোরবান আলী শেখ (৫৫) ও আশোক বিশ্বাস (৫৪)। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ললাটি বাস স্ট্যান্ড ও মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকার হাজিরবাজারে গতকাল ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহিন্দ্রার ধাক্কায় গোলাম মোস্তফা (৪৮) নামে এক যাত্রী নিহত হন। এ ছাড়া সিডস্টোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সবুজ মিয়া (৪৫) নামের এক পথচারী। সিলেট : সিলেটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শফিউল ইসলাম (৩২) নামে এক যুবক মারা গেছেন। গোপালগঞ্জ : শহরের শান্তিবাগ এলাকায় গতকাল রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।