ঢাকার আশুলিয়ায় ৩টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৪-এর উপসহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।