দুর্বৃত্তের দেওয়া আগুনে স্বপ্নভঙ্গ এক কৃষকের। দিনাজপুরের বোচাগঞ্জের ছাতইল ইউনিয়নের দেউর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ওই কৃষকের।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানায়, ৪ মার্চ রাত ৩টার দিকে বর্গাচাষি বুধেন চন্দ্র রায়ের উৎপাদিত আলু দেউর স্কুল মাঠের পাশে ১৯ বস্তা স্তূপ করে রাখেন। এ আলু এর আগে পাইকারি বিক্রি হলেও পরিবহন সংকটের কারণে আলু ওই পাইকারের কাছে হস্তান্তর করা যায়নি। এরই মধ্যে রাতের আঁধারে কে বা কাহারা ওই আলুর স্তূপে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
ছাতইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু বলেন, একজন গরিব অসহায় কৃষকের সঙ্গে এটা এরকম ন্যক্কারজনক ঘটনা।