চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুরে এক বৃদ্ধসহ মারা গেছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর-
চাঁদপুর : শহরের পুরানবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ইতালিপ্রবাসী দুই তরুণ নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালাতো ভাই। সোমবার রাত সোয়া ১০টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের আবদুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৭) ও শরীয়তপুরের ঘরিসা এলাকার সেলিম মিয়ার ছেলে নিলয় (১৮)। ঘটনার পর কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
গোপালগঞ্জ : নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।
গাইবান্ধা : পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়ন্ত কুমার রায় (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
কুড়িগ্রাম : নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় জাহানারা বেওয়া (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে।
জয়পুরহাট : পাঁচবিবিতে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নাসির বিপ্লব নামে একজন মারা গেছেন।
দিনাজপুর : ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবদুল বাকী (৭০) নামে এক বাই-সাইকেল আরোহী মারা গেছেন।